রাত দিন কার আশায় বসে থাকো তুমি
তার নাও কি ভিড়বে এই ঘাটে আর ;
শুনেছি মেঘে মেঘে সে ভাসায় তরী
তার কাজ এখন শুধু অনন্ত পারাপার ।।
তার নাম ধরে যতই করো ডাকাডাকি
এত লোকের ভীড়ে মনে নেই কণ্ঠ তোমার;
সে এখন গহীন দেশের বন্ধু সুজন,
এই ঘাট এখন বড়ই অচেনা তার ।।