কি করে ভুলে গেলে সেই নক্ষত্রের রাত
বৃষ্টিভেজা কাশবনে মহালয়ার শুভদিন
অসহায় নিঃশ্বাস থমকে থাকে বুকে
কেঁদে কেঁদে দুই চোখ হলো আজ ক্ষীণ।।

সারা পাড়া হৈচৈ পূজার গন্ধ মেখে
আমার উঠুন থাকে কালোমেঘে ঢেকে
ঢাকের তালে তালে দেবী আসে নেমে
আমার দেবতা তুমি, মরি ডেকে ডেকে ।।