চারিদিকে মৌ মৌ করছে যে গন্ধটি
সেটি কোনো ফুলের গন্ধ নয়
জোৎস্নারও নয়, কিংবা মেঘের;
এ গন্ধ মাটির
এ গন্ধ মৃত্যুর !!
খুব কাছ থেকে পাওয়া উগ্রগন্ধে
পাকস্থলী ছিড়ে উগরে আসে
জমে থাকা বিষবাক্য আর ঘৃণা ....
গন্ধটি প্রায়ই অন্ধকার রাতে
ঘুরে বেড়ায় খোলা বারান্দায়
ভয়ে আমার চোখ জেগে থাকে
কিছুতেই ঘুমোতে পারিনা
ছোট বাতিটির ক্ষীণ আলো
সারারাত আমায় পাহারা দেয় ;
আমি অপেক্ষা করি সূর্যের,
কারণ রাত পোহাবার সাথে সাথেই
গন্ধটিও সরে যাবে দূরে, কিংবা
পুড়ে যাবে সূর্যের তাপে ;
তখন বাতাসে ভেসে আসবে
বকুল বা কাঁঠাল চাপালীর গন্ধ;
কিংবা রোদের-
আর সেই গন্ধে মিশে থাকবে
আরও একটু বেঁচে থাকার স্বাদ....
১৬ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ