ক্ষণিকের তরে এসো হে সখা
দেখে সরে যাও দূরে;
পারো কিনা দেখ সইতে এ ভার
যা বহি আন্তঃপুরে ।
যা কিছু ছিল জীবনে আমার
আজ শুধু শূন্য ঘর;
মুছে গেছে যত সবুজ স্বপ্ন
জেগে আছে বালুচর ।
ঐ ঘরে তোমার বৃষ্টি বিলাস
আলো ঝরা ভোর ছবি ;
মরণের পরে একবার তরে
নিয়ে যেও মোরে কবি ।।