তুমি চলে যাবার পর
বুকের ভিতর কেবলই দীর্ঘশ্বাস
বেঁচে থাকাটাই হয়ে গেছে কতটা নির্মম ;
নিরক্ত শরীরে ফুটে যন্ত্রণার রেশ
নির্লিপ্ত আঁখিতে ঘনছায়া অন্ধকার
মনে মনে বলি- ঐ আকাশে
আমাকেও নিয়ে চল হে মৃত্যুর যম ।।