যে আমারে ভুলাতে চেয়েছে
জগত সংসারের মায়া
সেই তো আমায় গিয়েছে ভুলে
পড়ে আছে শুধু ছায়া।।

সে যে এনেছে বাহিরে ডেকে
দিয়েছে বাঁচার আশ্বাস
এখন আমার বন্ধ দোয়ার
কেবলই আঁধার, কারাবাস।।