আমার গলায় সোনার হার,
হাতে রেশমী চুড়ি,
পায়ে রৌপ্যের মল,
কোনো কিছুতেই যেনো
সুখের লেশ না পাই;

এতকাল পরে বুঝিলাম,
আসলে-
দাসত্বে আমার মন নাই ।।