যখন আমি তোমার পাশে দাঁড়াই
তখনই আমি হয়ে উঠি সম্পূর্ণ।
আমার অহংকার হয় তখনই
যখন আমার ক্ষুদ্রতার ও  শ্রেষ্ঠতার স্বীকৃতি
উপলব্ধ হয় তোমার মধ্যে।
আমার নারীত্ব নড়ে ওঠে,
যখন তা আসাদিত হয়
তোমার স্নেহ ও মমতার স্পর্শে।