যতবার ভাবি তোকে ভুলে যাবো-
যতবার বলি তোকে ছেড়ে যাবো-
তবু ভুলতে পারিনা-
ছাড়তেও পারিনা।।
যতবার তুই আমায় পাগল বলেছিস-
আমি ততবারই আরো পাগলামী করেছি-
যতবার তুই আমায় কাঁদিয়েছিস-
তার চেয়েও বেশি আমি কেঁদেছি।।
আমার অার কোন পথ নেই-
অন্য কোন ঘরও নেই-
তোর পায়ের চিহ্ন দেখে আমি পথ চলি-
তোর ঘরের আলো দেখে আমি ঘরে ফিরি।।
তুই কখনো আমার কবিতা-
কখনো বা গানের সুর-
কখনো ভরা সমুদ্র
কখনো বা রৌদ্র দুপুর।।
আমি তোর কেউ নই-
তবু তুই আমার সব-
ভালবাসার মানে আমি বোঝিনা-
শুধু তোর জন্য আমি উদাস হই-
কখনো অস্তির রই-
আর কল্পনার জগত গড়ি-
রাত-দিন তোর সাথে বসত করি।।

তোকে না দেখলে-
তোর কথা না শোনলে-
আমার দিন ভাল যায় না।।
আমি সকাল থেকে দুপুর-
দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত
তোর অপেক্ষায় থাকি।।
আমার এই অবস্থা দেখে
ভাবিস সব ছেলেমানুষি-
যদি বলি, আমি তোকে ভালবাসি-
তুই সেটাকেও ভাবিস পাগলামী-
আমার নামটাই শুধু বৃষ্টি-
আমি বৃষ্টি নই-
যদি বৃষ্টি হতাম-
তবে আমার সকল দু:খ, সকল অভিমান,
আর চোখের জল ভাসিয়ে দিতাম-
তোর দৃষ্টির আড়ালে।।

09.03.2015