আজ‌ও অপেক্ষায় বসে থাকি-
দিন শেষে রাত, রাতের পর দিন
তীরে ভীড়ে আসে সকলের তরী
দুই চোখ বেদনায়, হয়ে ওঠে ক্ষীণ।।

পথ হারালে?
নাকি ইচ্ছে করেই ভাসালে তরী
যেই পথে অন্য কেউ
বাজিয়েছে ভিন্ন সুরের বীণ !!