এত বড় ভক্ত আমি এই জীবনে দেখিনি
মৃত্যুর শেষ মুহূর্তে দাঁড়িয়ে
ঝাপসা চোখে আমার কবিতা পড়তে চেয়েছ
শুনতে চেয়েছ দরদভরা কণ্ঠে সেই ডাক
“দাদাভাই”
যেই মুহূর্তে আমি এই সংবাদ পেলাম
তুমি তখন আইসিইউ তে
মনে মনে খুব চাইছি
ঐ নির্মম নিষ্ঠুর দরজা ভেঙ্গে তুমি ফিরে এস দাদাভাই

শুধু তোমার জন্য আমি
আমার  শেষ কবিতাটি লিখবো