প্রতিদিনের মত সেদিনও সূর্য উঠেছিল-
সবদিক আলোময় হলেও-
রাত্রির দুঃস্বপ্ন অন্ধকার করে রেখেছিল আমার দুইচোখ।
ভেজা চোখে জড়িয়েছিল শঙ্কা
বুক চিড়ে বেরিয়ে এসেছিল গভীর নিশ্বাস
হৃদয়ের গভীরে যে ক্ষত
তা কেউ বুঝল না,
কেউ জানলো না কি নিদারুন কষ্টে
হাউমাউ করে কেঁদেছিল পিঞ্জরের পাখিটি।
এর পরেও কত রাত গেল দিন এলো
আরও পরে এমনি ধারায় বইবে পৃথিবী।
কত বসন্ত আসবে-যাবে
সকালের সূর্যও ঠিক একভাবে উঠবে
ডুবেও যাবে, সকালে ফেরার উদ্যমে।
এতকাল পরেও সেই দুঃস্বপ্নের স্মৃতি
বসন্ত কালে, শীত ও হেমন্তে
একইভাবে রয়ে গেছে হৃদয় পরে
গান বাজায় অবিরত , বেদনার স্বরে ।।
বছরের পর বছর এমনিই যাবে
হয়তো পাথর ক্ষয়ে ফুল ফুটবে-
কত কবির নতুন রচনা মন মাতাবে
পাখি গাইবে, বৃষ্টি ঝরবে-
আবার রৌদ্রেও পোড়াবে মাঠ-ঘাট
তবুও জানি আর ফিরবে না সে
পেরোবে না আমার চৌকাঠ !!
জীবন জুড়ে কেবল রয়ে যাবে ক্ষত
সেই সেদিনের মত!!
রচনাকা : ০২/১০/২০২২