ভালো যে বাসতেই হবে তেমনটা নয়
আবার ভালো না বাসলেও চলবে
-এমনটাও নয়।
চোখে চোখ না পড়ুক, হাত না ধরো
কেবল পাশাপাশি দাঁড়িয়ে থাকো-
কিছুটা পথ  একসাথে হেঁটে যাই
আমার নিঃশ্বাসের সাথে যে বেণু বাজে
তার একটা গতি ধেয়ে যাক তোমার হৃদয়ে
হৃৎপিন্ডের একটা কোণে জেগে ওঠুক
আমায় ভালোবাসার বাসনা
ভালো না বাসো-
আমার হৃদয় ভাঙ্গার শব্দ মিশে থাকুক
মাটিতে তোমার পা ফেলার শব্দের গভীরে।