যখনই গীর্জার ঘণ্টাটি
ঢংঢং করে বেজে উঠলো
খুলে গেল দরজা
প্রসারিত হলো ঈশ্বরের গৃহ;
আর তখনই শেষ হলো
নিজের সাথে নিজের
সকল যন্ত্রণা আর বিগ্রহ !!!!
বুঝে গেছি এখানেই পরম শান্তি
এখানেই সকল আলো;
অন্য কোথাও নাইবা থাকলো
আমার অন্য কেহ !!!!
১ আগস্ট ২০১৮