আমার কি যে ব্যাথা
জানে দূরের ঐ আসমান
গোণে সকল তারা
আমার দুঃখ অভিমান।।

মেঘে মেঘে কান্না জমে
বৃষ্টি ভেজায় চোখ;
নদীর স্রোতে ভেসে বেড়ায়
আমার গভীর শোক!!