ওরা সকলেই চলে যায়
চির চেনা শহর ছেড়ে,
কেউ কেউ ছাড়ে গ্রামের মেঠো পথ;
ওরা কেউ জানে না কোন ঠিকানায়
কোন গহীন অরণ্যে, নাকি সুদূর আসমান পরে
নক্ষত্রের দেশে নিয়ে গেছে ঐ রথ ।।

ভেলা ভাসায় এক অদৃশ্য মাঝি,
কারো দেহ ভষ্ম মিশে যায় বাতাসে
কেউ কেউ কবরের নিচে মিলায় আশ্রয়
ঠাই করে নেয় অদেখা এক ভুবনে;
সকল মায়ার বন্ধন ছিন্ন  করে
কেঁদে ওঠে হৃদয়, কাপে থরথর
বেলা বয়ে যায় নিষ্ঠুর রোদনে ।।