সকলের পরে র‌ই গো আমি
থাকিও অন্তরালে;
তবুও শান্তি! ধ্যান ও কর্ম
থাকে এ শুভ্রভালে।।

তাই তো ভাবি-

জগতে যদি না জ্বালি আলো
কি মহত্ত্ব তব জন্মে;
না করি কর্ম, ন‌ই তো মানুষ
যদি না থাকি ধর্মে!