গাছের পাতারা ঝরে গেছিলো
শুকিয়ে মৃতপ্রায় বৃক্ষের শাখা সকল
বসন্ত এলো-
বৃক্ষের শাখায় শাখায় পাখি গাইলো
জীবন পেলো প্রকৃতি
সবুজ পাতার মায়ায় ভরে গেলো চারপাশ

অথচ-
সেই যে কবে মৃত্যু ঘটেছে আমার
আজও জীবন ফিরে এলো না