এক একটি দিন আঁধারে গভীর
কোথাও না পাই তার সাড়া;
মেঘ ডেকে বলে-
“সে তো ঐ দূর আকাশে
নিমগ্ন এক তারা……….”
তার পানে চাই, অধীরে হারাই
চোখ সরায়ে বলে আসমান-
“ভোলো এবার তারে-
ভোলো সব অভিমান….”
তবুও সব বাধা ছিন্ন করে
হই অগ্রসর, ছুটি তার প্রতি
কেউ জানেনা, সে বিনা জগতে
নেই কোন গতি....!!