যে জন ছিল মাতৃগর্ভে
করেছে মাতৃদুগ্ধ পান;
তারে তুমি জড়ায়ে রেখো
হে জমিন-আসমান ।।

না যেনো সে ডোবে অতলে
না পোড়ে কলুষ-আঁচে  
সারা দুনিয়ায় সে মানুষ যেনো
মানুষ হয়েই বাঁচে ।।

আত্মকাব্যকথা
কলমে: মিনু গরেট্টী কোড়াইয়া