আমি তো একাই আছি, ভিতর-বাহির
কোলাহল কাছে এসে, হয়ে যায় স্থির।।
মুখখানি থাকে ভার, চোখ দুটো ছলছল
মনে হয় ডুবেই থাকি, সাগরের অতল।।
কি যেন ভেবে ভেবে, জীবন হলো সারা
আমি একাই জাগি, ঘুমায় সকল পাড়া ।।
দীর্ণ-জীর্ণ-অসহায়, জীবনের ভাল্
বিলাপ করে করে, ফুরিয়ে যায় কাল ।।