বাড়িতে একটা কৃষ্ণচূড়ার চারা লাগাবো
শোবার ঘরের ঠিক পূবে-
চারা গাছে রোজ জল দেবো, যত্ন করবো
দেখতে দেখতে বড় হবে-
ফুল ফুটবে।
সকলেই এই ফুলকে কৃষ্ণচূড়া বলেই ডাকবে-
কেবল আমিই তোমার নামে এই ফুলের নাম রাখবো-
ডাকবো গোপনে।