সকলেই যখন ঘুমে অচেতন
চারিদিক নীরব নিশ্চুপ
ঘরটিও পুরো অন্ধকার;
বিছানা ছেড়ে উঠে দাঁড়াই
অতি সন্তর্পণে খুলে ফেলি
জানালার বন্ধ কপাট......
আকাশের চাঁদ তারা সকলই
ঘন কুয়াশার চাদরে ঢাকা ;
নিষিদ্ধ দুয়ার খুলে বাইরে এসে দাঁড়াই
একদল জোনাকির কাছে
খুঁজে পাই সূর্যের নতুন বার্তা ;
ফিরে আসি ঘরে
দরজা জানালা আপনিই বন্ধ হয়ে আসে
শব্দের কলকাকলীতে ভরে ওঠে ঘর
যারা ঘুমিয়ে ছিল তারা ঘুমিয়েই থাকে;
এই আনন্দ কোলাহল নানান সুরে
বাজতে থাকে কেবল আমারই কানে
লিপিবদ্ধ হয় নতুন কবিতা-
নতুন কিছু অক্ষর ।
নতুন এই আলোর বার্তা
সকলকে শুনাবো বলে
বসে থাকি ভোরের অপেক্ষায় .......
২৫ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ ।
রাত ৩.০০ টা