১ লা ফাল্গুন ১৪২৪
===========
এসো হে রাজা
চন্দ্রমল্লিকা গেঁথে পরাও মুকুট
থামুক শুকনো পাতার স্খলন
রচি কল্পলোকে স্বপন ;
ঢাকো রানীরে সাতরঙা শাড়িতে করো রঁজিত
রঙের বলয়ে ঢেকে থাক সারাদিন সুদূরের তপন ।।
এসো হে বন্ধু, ফাগুনের রঙে রাঙিয়ে যাও
পুষ্পিত হোক আজ আমার পাথুরে দেয়াল;
ভরে উঠুক উদ্যান চির বসন্তের উৎসবে
জেগে উঠুক মনে খুশির অবাধ্য খেয়াল ।।
ফাগুনে পাগল হাওয়ায় করি উদাসী নৃত্য
প্রভাতী আলোর মত ভরুক উজ্জ্বল যৌবন;
কৃষ্ণচূড়ায় উঠোনে লাগুক ক্ষণিক দোলন
সুগন্ধে ভরে উঠুক পরাগ ছড়ানো মৌ বন ।।
এসো আমোদে মাতি, বাসন্তী প্রলেপ মাখি নয়নে
পান করি গাছে ফোটা আম্র মুকুলের সুরভিত ঘ্রাণ
সুরে সুরে বয়ে আনুক স্রোত ফাগুনের আভাস
এসো গাই চির বসন্তের গান, আজ খুলে দিই প্রাণ ।।
এসো হে বন্ধু, ফাগুনের রঙে রাঙিয়ে যাও
পুষ্পিত হোক আজ আমার পাথুরে দেয়াল;
ভরে উঠুক উদ্যান চির বসন্তের উৎসবে
জেগে উঠুক মনে খুশির অবাধ্য খেয়াল ।।
এখানে নামুক অঝোরে পুষ্পবৃষ্টি, ভিজুক মাটি
এই বুকে আর না যেন ছুতে পারে চৈত্রের খরা ;
ভুলে যাই পথ, হারাই সাগর কিবা পাহাড় চূড়ায়
ফিরে যেতে ডাকুক সকলে, তবু না দেবো ধরা ।।
১ লা ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ
ঢাকা, বাংলাদেশ।