জীবন চলার পথে
--মহাদেব দাশ
তুমি আছো নয়ণের কাছে হৃদয়ের মাঝে
আজও খুঁজে বেড়ায় সকাল সন্ধ্যা সাঝে ।
মনের অজান্তে খুঁজে ফিরি বার বার বহুবার
আজও তোমাকে দেখার সাধ জাগে বারংবার।
স্বপ্নছায়া হয়ে ঘুরে বেড়াও অক্টোপাশের মত
আমার মনের ইচ্ছে গুলো পুরাও অবিরত।
চোখের আড়াল মানে মনের আড়াল নয়
ছায়া হয়ে তুমি পাশে ছিলে সব সময়।
মোর জীবনের সাধনা তুমি, যাতনাও তুমি
চলার পথে হাসি খুশিতে ভরে থাকি আমি।
দুঃখের দিনে না হলেও সুখের দিনে থেক
সারা জীবন ছায়া হয়ে আমার অন্তরে থেক।