ভুল শুধু ভুল
--মহাদেব দাশ
আমি যদি চলে যায়
দেহখানি পড়ে রবে হায়।
এ জীবন হবে মূল্যহীন
সবকিছুই হয়ে যাবে বিলিন।
স্মৃতিটুকু থাকবে অন্তরে
যদি হৃদয়ে রাখো আমারে।
ভালো না লাগলে ফেলে দিও
নতুন করে হৃদয়টাকে গড়ে নিও।
আমার অন্তরে আছে গাঁথা
হয়তবা তুমি ভুলে গেছো সেথা।
তবুও কেন, পারিনা আমি ভুলিতে
তোমারি ছবি একে ছিলাম মনের রংতুলিতে।
আমারি ছিল ভুল শুধু ভুল
তোমার জন্য আমার জীবনটাই ভন্ডুল।
পারলে একফোঁটা অশ্রু ঝরিও নিভৃতে নিরবে
আমার স্মৃতি কইবে কথা, যতকাল তুমি রহিবে।
১৬/০৬/২০২০ ইং