ভুল করা
-মহাদেব দাশ
ভুল সবই ভুল
এ জীবনের প্রতি পাতায় পাতায় ভুল
তবুও ভুল বানানটি
ইচ্ছে করে কখনো করোনতো ভূল।
কিছু কিছু ভুল আছে
যা, জীবনে কখনো শোধরানো যায় না
কিছু কিছু কষ্ট আছে
যা, জীবনে কখনো কাউকে বলা যায় না।
ভুল করার কারনে
অনেকেই নতুন করে কিছু শিখতে পারে
ভুলকে মেনে নেয়া মানে
নিজেকে কখনো অপরাধী ভেবো না-রে।
মানুষের ভুল হবেই
ভুল করেনি এমন মানুষের নজির নেই
আবার ভুল থেকেই
মানুষ জীবনের অনেক কিছুই শিক্ষা নেই।
২৬/০৯/২০২১ ইং