ভুল
- মহাদেব দাশ
ভুল কার না হয় ?
ভুল সকলেরই হয়।
ভুল করেও করো নাতো ভ’ল
জীবনটা হয়ে যাবে ভন্ডুল।
ভুল করে শিক্ষা নাও
জীবনটাকে নতুনভাবে সাজাও।
ব্যর্থতা মানেই ভুল নয়,
ভুলের দায়ে ব্যর্থতা মনে হয়।
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে,
উত্তর খুজে পাওয়া যায় না।
আবার, জীবনে কিছু কিছু ভুল থাকে
যাহা শোধরানো যায় না।
ভুল করে অনেকে পার পেয়ে যায়,
ভুল করে অনেকেরই মাশুল গুনতে হয়।
ভুল অনেক সময়-
নতুন কিছু শেখায়
নতুন পথের সন্ধান দেয়।
২/০৭/২০২০