ভালোবাসতে হলে-
--মহাদেব দাশ

চোখের জলের হয় না কোন রং
ভালবাসায়  না ধরো কোন ভং।
ভালোবাসতে হলে-
”একমন হতে হয়”।
একমন না হলে ভালোবাসা হয় না,
চল্লিশ সের হলে হয় একমন।
ভালোবাসতে হলে-
কত সেরে হয় মন, জানে কয় জন।
এ কথা জানে শুধু-
লাইলী মজনু আর জানে শিরি ফরহাদ
চন্ডীদাস আর রজকিনি
তারাই তো প্রেমের শিরোমনি।
ভালোবাসায়-
নেই কোন জাত পাত
দুশমনেরা যাক নিপাত।।
ভালোবাসতে হলে-
বয়স যেমন কোন বাঁধা নয়
জানা বোঝার ভিতটা শক্ত ও মজবুত হতে হয়।
০৮/০৬/২০২০ ইং