ভালোবাসার রং
--মহাদেব দাশ
হাজারো রংয়ের ভালোবাসা, হৃদয়ের সবটুকু আশা
আজ তোমাকে দিলাম।
লোকের কথায় কি বা আসে, তোমাকে ভালোবেসে
হতাশায় বুক বাধলাম।।
জোছনা রাতের চাঁদের আলো, তোমাকে বেসেছি ভালো
ফুটেছে দুটি ফুল গগণে।
তোমার আমার দেখা হবে দুজনে, কোন এক শুভক্ষণে
এই শুভ লগনে।।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি মন, তুমি আসবে কখন
দু’জনে সাজাবো জীবন।
রং রং এ রাঙিয়ে দেব, তোমারি মন ভরিয়ে দেব
দেখবে এ ত্রিভুবন।।
দেব খোঁপায় লাল গোলাপ, বিনে তারে হবে আলাপ
আছে মনের যত কথা।
নিরবে নিভৃতে যতনে, কথা হবে তোমারই সনে
গোঁধুলি লগনে হেথা।।
মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখ সাথে
হৃদয়ের কোন এক কোনে।
মনের কল্পনাতে তোমায় দেখি, ঐ দুই নয়ণের আখি
আছি তোমারই সনে।।
০৮/০৪/২০২২ ইং