।। ভালোবাসা দিবস।।
-মহাদেব দাশ
২৬৯ সালে ইটালির রোম নগরীতে করিতে ধর্ম প্রচার
রোম সম্রাটের হাতে সেন্ট ভ্যালেন্টাইন হলেন গ্রেফতার।
বন্দী অবস্থায় জনৈক কারারক্ষীর মেয়েকে করেন চিকিৎসা
জনপ্রিয়তা বেড়ে যাওয়ায়, সম্রাটের তার প্রতি হলো ঈর্ষা।
প্রতিশোধ নিতে রাজা, সেন্ট ভ্যালেন্টাইনকে দিলেন মৃত্যুদন্ড
৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস বাঁধালেন মহাকান্ড।
১৪ ই ফেব্রুয়ারী মহান ভালোবাসা দিবস করলেন ঘোষনা
বাংলাদেশে ১৯৯৩ সালে শফিক রেহমান করেন শুভ সূচনা।
বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক সাংবাদিক শফিক রেহমান
এই দিনে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাই-বন্ধুকে শুভেচ্ছা জানান।
রেডিও বেতার টেলিভিশনে এই দিনে থাকে নানান আয়োজন
হরেক রকমের বায়না ধরে, ইচ্ছেমত ঘুরেফিরে মেটায় প্রয়োজন।
ভ্যালেন্টাইন ডে তে এসএমএস ষ্টাটাস দিয়ে উইশ করে প্রিয় মানুষটার
কখনো কখনো ফুল চকলেট গিফট দিয়ে বরণ করে ভালোবাসার।
আজি বসন্তের আগমনে ফাগুনের আবাহনে এ মন ছুতে চায়
উদাসি মন যখন জাগায় শিহরিত হয়ে বার বার দোল খায়।
১৪/০২/২০২৩ ইং