ভালোবাসা
-মহাদেব দাশ

ভালোবাসা মানে হলো দুটি মনের মিলন
ভালোবাসা আত্মার সাথে আত্মার মিলন।
ভালোবাসা হলো বিধাতার দেয়া উপহার
ভালোবাসাই স্বর্গ, শুধুমাত্র প্রেমিক প্রেমিকার
জাতি ধর্ম মানে না,ভেঙ্গে চুরমার করে দেয়
নদীর জোয়ারের মত, দু”কুল ছাপিয়ে যায়।
ভালোবাসা শুধু চোখের দেখাতে হয় না
তাকে ছাড়া এক মুহুর্ত থাকাও যায় না।
মন চাই দেখতে, মনের কথা গুলো সব বলতে
গেলে কিছ্ই পারে না বলতে, না পারে সইতে।
পৃথিবীতে ভালোবাসা অনেক রকমেরই হয়
স্বার্থ নিয়ে ভালোবাসা কখনো চিরস্থায়ী নয়।
শরীরের প্রতি ভালোবাসা,খাদ্যের প্রতি ভালোবাসা
ভালোবাসা মানে মনের আশা, শুধু বিশ্বাসই ভরসা।
ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই
বিনিসুতার মালার মত, হয়ে যায় প্রথম দেখাতেই।
ভালোবাসা মানে বড়ই কঠিন, ভাঙ্গে ঠুনকোতেই
ভালোবাসা হলো অভিনয়, ভুলে যায় অনেকেই ।
সত্যিকার অর্থে ভালোবাসার কোন সংজ্ঞা নাই
ভালোলাগা থেকে ভালোবাসা, জানে তা সবাই।