ভালবাসার খোজে
- মহাদেব দাশ
পথিক ভালবাসে পথকে
নদী ভালবাসে তার মোহনাকে।
প্রেমিক ভালবাসে প্রেমিকাকে
বৃক্ষ ভালবাসে তার ফলটাকে।
মানুষ তার জীবনটাকে ভালবাসে
পথ চলে যায় পথিক অনায়াসে।
পাখি ভালবাসে নীড় টাকে
কৃষক ভালবাসে তার বলদ টাকে।
প্রজাপতি ভালবাসে ডানা মেলে উড়তে
প্রেমিকার ভাল লাগে ওকে নিয়ে ঘুরতে।
স্ত্রীর স্বর্গ তার স্বামীর পদতলে
ভালবাসা ব্যর্থ হয় স্বার্থ না থাকলে।
পুষ্পার্ঘ নিবেদিত হয় দেবতার
দম ফুরিয়ে যাবে, ডাক আসলে তার।