উলঙ্গ হলাম
--মহাদেব দাশ
ধর্ষনকারীদের নেই কোন জাত
ধর্ষকরা সবাই হলো একজাত।
ধর্ষিতারা হলো আমার মা বোন
তোমার আমার প্রিয় আপনজন।
ধর্ষকরা হলো পাকিস্থানীদের দালাল
চরিত্র বদলিয়ে হয়ে উঠে বেসামাল।
মা বোনেরে ইজ্জত নিয়ে করে উল্লাস
দেশ নয়. গোটা জাতির হলো সর্বনাশ।
ধর্ষন, গণধর্ষন তাদের নিত্য ব্যাপার
ধর্ষিতাকেই নয়, বিবস্ত্র করলো সবার।
শুধু আমার মা বোনকে উলঙ্গ করে নাই
গোটা দেশ, জাতি, উলঙ্গ হলাম সবাই।
কোথায় গেল, আমার মায়ের স্বাধীনতা
বোনের ইজ্জত হারানোর দায়ের ব্যর্থতা।
৭১ এর মত গর্জে উঠো আর একবার
ধর্ষকদের লক্ষ লক্ষ বার জানাও ধিক্কার।
০৭/১০/২০২০ ইং