তুমিও যাবে চলে
- মহাদেব দাশ
করোনা-
তোমার কি নেইকো ভয় ?
তুমি কি করবে বিশ্ব জয় ?
তুমি খেল্ছো এ বিশ্ব নিয়ে
মানুষগুলোকে বোকা বানিয়ে।
অকাতরে ছড়িয়ে পড়ো
অহরহ মানুষ মারো।
প্রিয়জনকে দুরে ঠেলো
বউ এর সিঁথের সিঁদুর মুছে ফেলো।
শুধু তোমারই জন্যে-
আপনজন, শেষ মাটিটুকু দিতে পারে না কবরে
দুরে দাড়িয়ে শুধু আত্মচিৎকার করে।
চারিদিকে আজ হাহাকার
তবুও তুমি নির্বিকার।
ডাইনোসরের মত, তুমিও যাবে চলে
আমাদের দুরে ফেলে।
আর বেশি দিন দুরে নয়
আমরা করনো জয়।
২৮/০৬/২০২০ ইং