।। তুমি এলে।।
--মহাদেব দাশ
তুমি এলে-
জোছনা রাতের চাঁদের আলোয়
অবারিত রূপের সৌন্দয্য মহিমায়
আলোকিত হৃদয়ের আহ্বানে।
তুমি এলে-
নব যৌবনের উন্মাদনায়
অজানা মনের অতৃপ্ত বাসনায়
মায়াবি মনের নীল জোছনায়।
তুমি এলে-
দূর্ণিবার হাওয়ারই বেগে
অশান্ত এক উত্তপ্ত সাগরের বুকে
কোন এক মরুর প্রান্তরে।
তুমি এলে-
রাঙাতে আমার এ মন
দু’চোখে জাগে নেশার স্বপন
হবে কি সেই মধুর লগন।
তুমি এলে-
বাজাতে বিষাদের করুন সুর
দু’ফোটা অশ্রু ঝরাবে কি আজ
আমি থাকবো বহুদুর।
০৫/০৭/২০২৪ ইং