তুমি চলে গেলে
--মহাদেব দাশ
তুমি চলে গেলে আজ আমি অসহায়
তুমি চলে গেলে এখন আমি নিরুপায়।
তুমি ছিলে আমার মনের অন্তরায়
তুমি ছিলে হৃদয়ের মনিকোটায়।
তুমি ছিলে হৃদয়ে, অতি সংগোপনে
কাছে নেই আজ, মোর মন নাহি মানে।
স্মৃতিটুকু দোলা দেয়, তবুও চলে গেলে
আজ না হয় কাল, তুমিও যাবে ভুলে।
সেই তুমি চলে গেলে, কাঁদায়ে আমায়
পথ চেয়ে বসে আছি, কি জানি কি হয়।
তুমি চলে গেলে, হয়তবা দুরে বহুদুরে
সুখে থেক ভালো থেক, শান্তনা দিও মোরে।
হৃদয়ের জানালা খুলে রেখে দিলাম হায়
এখন না হয়, পরজীবনে যদি দেখা হয়।
২৯/০৭/২০২১ ইং