তুমি ছিলে
-মহাদেব দাশ
আমার অশান্ত মনের জানালায়
তুমি বার বার উঁকি দাও।
আমি লুকিয়ে থাকি দুর সীমানায়
কেন এতো উতলা হও।
হয়তোবা, তোমার হাতের ছোঁয়ায়
বদলে যাবে আমার পৃথিবী।
যেদিন আমি থাকবো নাকো
কথা বলবে আমারই ছবি।
জীবন পাতায় মিশে আছো তুমি
তোমার মহিমাতে আমি ধন্য।
শয়নে স্বপনে তুমি ছিলে আমারই
তুমি সেরা তুমিই অনন্য।