তুমি ছাড়া এ জীবনে
-মহাদেব দাশ
তুমি ছাড়া এ জীবনে, আমি একা-শুধুই একা
শুধুই শুন্য মরুভুমি, চারিদিকে সবই ফাঁকা।
তুমি ছিলে এ হৃদয়ে, জীবন ছিলো ছন্দময়
তোমাকে কাছে পেয়ে, জীবন হলো মধুময়।
তুমি ছিলে এ জীবনে মোর পথের দিশা
তুমি বিনে চোখে নামে ঘোর অমানিশা।
তুমি আমার প্রাণের প্রিয়, হৃদয়ের স্পন্দন
তুমি কাছে নেই, ভেবে ভেবে করি ক্রন্দন।
তোমার আমার ভালোবাসা, ছোট্ট ইতিয়াস
ওপারেতে থাকবো দু’জন, সুখে স্বর্গবাস।
অমর হতে পারবো নাকো, তুমি বিনে আমি
তুমি আমার কতটা প্রিয়, তা জানে অর্ন্তযামি।
২৫/০৮/২০২১ ইং