তুমি আমার
---মহাদেব দাশ
দু’চোখের মাঝে যত দুর আছে
তুমি আছো তার চেয়ে আরো কাছে।
তুমি আমার হৃদয়ের ছবি
তাইতো আজ, বসে ভাবছে কবি।
কবির মনের ভাবনা যত
প্রেরনা যুগিয়ে আশার সঞ্চার করো তত।
তুমি আমার জীবনের ভাবনা
ছায়া হয়ে থাকলে পাশে, থাকবে না যাতনা।
ছন্দে তালে কাব্যে তুমি
তোমাতে আলোর প্রদীপ জ্বালাবো আমি।
নিশিদিন পাশে থেকো ছায়া হয়ে
আপন মহিমায় উজ্জীবিত হবো তোমাকে পেয়ে।
অনন্তকালের সাথী মোরা দু’জন
একে অপরের সংগী হয়ে থাকবো আজীবন।
০৯/০৮/২০২০ ইং