তুমি আছো অন্তরে
--মহাদেব দাশ
কেটে যাচ্ছে দিন, আমার আপন মনে
ভ্রমররা খেলছে, সুবাসিত ফুলের বনে।
দিন শেষে পাখিরা ফিরছে আপন আলয়
মাঝে মাঝে কবি, নিরব কেন ফুলের জলসায়।
কখনো’বা শিল্পি ঝড় তুলছে সুরের জোছনায়
তুমি বিনে আমি, কখনো কখনো বড় অসহায়।
রংতুলিতে আঁকা নয় তোমার ছবি, যা আছে অন্তরে
হ্নদয়ে গাথা ছবি, আঁকতে কোন রং লাগে না রে।
মনের মাঝে থাকা ছবির কোন ফ্রেম লাগে না
একবার গাঁথলে ছবি, সারাজীবন মুছে না।
প্রেম ? সে তো ঠুনকো জিনিস, আসে আর যায়
স্বার্থের কাছে ভালোবাসা, প্রায়শঃই মুখ লুকায়।
হাজারো কাজের ভিড়ে খুঁজে ফিরি বারেবারে
নাহিবা কাছে থাকলেও তবুও জানবো, আছো অন্তরে।
০৬/০৮/২০২২ ইং