টাকা
-মহাদেব দাশ

টাকা টাকা টাকা
টাকা ছাড়া এ জীবনে
সব কিছুই ফাঁকা।
প্রিয়তমা স্ত্রী হয়না আপন
রং বদলায় যখন তখন
পৃথিবীতে আমি একা।

বন্ধু বান্ধব ছিলো যত
টাকাকে প্রাধান্য দিত
দুনিয়াতে টাকায় সব।
এই সংসারে সমাজে
এগিয়ে আসে গরজে
আত্মীয় পরিজন ভব।

পয়সা থাকলে মান সন্মান
পদ পদবি সবকিছু
দ্রুত বেড়ে যায়।
টাকা থাকলে সমাজে
অন্যায় করেও সবার কাছে
রেহাই পাওয়া যায়।

এ দুনিয়াতে টাকা নেই যার
সংসারে মূল্য নেই তার
সব কিছুই ফাঁকা।
মা বাবা স্ত্রী পুত্র পরিজন
সবাই মোর আপনজন
তবু্ও কেন মনটা বাকা।
০৫/০৭/২০২৩ ইং