সুপ্ত বাসনা
-মহাদেব দাশ
সুপ্ত বাসনা, জাগ্রত মন, অফুরন্ত জীবন
লুকানো ইচ্ছে গুলো, স্মৃতিপটে ভাসমান
বারবারই দোল খায়, স্বপ্নিল ভুবন।
প্রজাপতি ডানা মেলে, বসন্ত দুয়ারে, নব সঞ্জীবন
তপ্ত দুপুরে, তৃষিত হৃদয়, চারিদিকে হাহাকার
উষ্ণ মরুভুমি, কল্পিত বাসনা, মৌমাছির গুঞ্জরন।
বুকে জমানো ব্যথা, বরফের স্তুপে লুপ্তপ্রায়
অশান্ত মন, কেনই বা তপ্ত হৃদয়ে যাতনা বাড়ায়
অভিলাষ বিহিন মন, ইচ্ছে গুলো মৃতপ্রায়।
বিলাসবহুল জীবন, অর্থ ও প্রভাব প্রতিপত্তি
আত্মবিশ্বাস,ভালো জীবনসঙ্গী, অফুরন্ত মন
প্রবল জীবনী শক্তি, থাকবে না বাধা বিপত্তি।
তৃষিত হৃদয়ে দুর্দশা, আত্মিক শান্তি খোঁজে মন
লুপ্তপ্রায় বাসনা, ছন্দহীন জীবন, প্রস্ফুটিত বিহিন
হোক অন্তরীণ, আলোবিহিন, ছন্নছাড়া জীবন।
২৫/০৪/২০২৪ ইং