শুন্য হৃদয়ে
-মহাদেব দাশ
তোমার আমার স্মৃতি অনেক গোপন কথা
দুজনের হৃদয়েতে তাহা আছে গাঁথা।
তুমি বিনে শুন্য আমার এ জীবন
আনমনে দোলা দেয়, মনে পড়ে সারাক্ষন।
মনের অজান্তে দিয়েছিলে কথা, থাকবে সেথা
দুজনের হৃদয় যেখানেতে একই সুত্রে গাঁথা।
কথা হতো বিনা তারে নিভৃতে গোপনে
আসবে তুমি, চেয়ে আছি পথ পানে।
স্মৃতির রোমন্থনে ফিরে আসে বার বার
হৃদয়ের লেখাগুলো খুজে ফিরি নিরন্তর।
অন্তরের লেলিহান শিখা জ্বলছে এ বুকে
তুমি বিনে শুন্য হৃদয়ে চলছি ধুকে ধুকে।