সুখের আশায়
-মহাদেব দাশ

সুখের নেশায় ছুটছি সবাই
কোথা গেলে পাবো সুখ,
ভাবছি বসে তাই।

সংসারের সুখ, বড় সুখ
মনের সুখ আরও বড়
শরীরে বেঁধে আছে অসুখ।

ছাত্র জীবনে টানাপোড়নে
চাকরী পেতে হেছকাটানে
সুখ গেল গোপনখানে।

সংসার জীবনে মায়ার বন্ধনে
স্ত্রী পুত্রর কথা ভাবতে ভাবতে
খুঁজে ফিরি সুখের সন্ধানে।

সুখের আশায় সারাটা জীবন
বিলিয়ে দিলাম নিজের জীবন
তবুও পেলাম না অন্যের মন।

আজ বিষন্ন মনে অবসাদ সনে
সুখের গান নাহি আসে প্রাণে
দুঃখ গুলো নেমে আসে মনে।

কোন এক অজানা সুখের আশায়
মাঝে মাঝে দুঃখকে আগলে রাখি
সেটাই মোর বাঁচার আশা জোগায়।
০২/০২/২০২৪ ইং