সুখ দুঃখ
--মহাদেব দাশ
সুখ শব্দটি খুবই আপেক্ষিক
দেখা মেলা ভার
সুখের সন্ধানে তাইতো মোরা
খুজছি জীবন ভর।
সুখ পাখি সুখ পাখি, কোথায় তুমি
খুজে ফিরি বারবার
এ জীবনে তোমার দেখা না পেলে
খুজে জীবন করবো পার।
সুখের দেখা আমি যদি পাই
দুঃখ যাবো ভুলে
আর দুঃখ যদি নাহি থাকে
সুখ যাবে বিফলে।
দুঃখ আছে বিধায়, এ জগতে
সুখের এত দাম
অন্ধকার আছে বিধায়, এ ভ’বনে
আলোর এত দাম।
১৯/০৭/২০ ইং