শুধু তোমাকে
--মহাদেব দাশ

তোমাকে পাবো বলে অনেক বার কেঁদেছি আমি
দিয়েছ যন্ত্রনা, শুধুই মুচকি হেসেছো তুমি।
সেই  প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম
লুকায়ে লুকায়ে তোমার মুখপানে চেয়েছিলাম।
তোমার হাসি, বাকা বাকা ঠোট, সুদৃশ্য বক্ষ যুগল
শুধু মুগ্ধই নয়, তুমি আমাকে করেছিলে পাগল।
কতরাত জেগে কাটিয়েছি, ঘুমাতে পারিনি আমি
তোমার ছবিখানা বুকে রেখেছি, তাহা জানোনি তুমি।
হৃদয়ের মাঝে তোমাকে রেখেছি, নিভৃতে যতনে
সারাক্ষন তোমার নামটা জপে চলেছি শয়নে স্বপনে।
বিছানার নিচে লুকিয়ে রাখা তোমার ছবিখানা বের করতেই
মায়ের বকুনি খেয়েছি অনেক, কেঁদেছি সবার অজান্তেই।
আমার জীবনের ঠিকানা- তুমিই প্রথম, তুমিই শেষ
বলতে কোন বাধা নেই, আজ নাহি লজ্জা নাহি লেশ
এক সাথে চলা, কথা বলা, সব কি তোমার অভিনয়
তুমি হয়তবা একদিন সবই বুঝবে, জানবে নিশ্চয়।
জানি খুব সুখে আছো তুমি, স্বামী সংসার নিয়ে
বাকী সময়টুকু পার করব, তোমার স্মৃতি জড়িয়ে।
তোমাকে ছাড়া আমার মধ্যে কোন চাওয়া পাওয়া ছিল না
সেই স্মৃতি আজকের ইতিহাস, সেই কথাটি ভুল না।