শ্রাবণের রাতে
--মহাদেব দাশ
জোছনা রাতে স্নান করেছি অনেকবার
তোমাকে সাথে নিয়ে
তুমি অনেকবার আপত্তি করেছিলে
আমি সকল বাঁধা সরিয়ে
তোমাকে নিয়ে জোছনা¯ স্নানে মত্ত ছিলাম
তুমি রেগে গিয়েছিলে
তোমাকে একটা জোছনা দেয়নি বলে
তুমি অনেক কেঁদেছিলে
আজ শ্রাবণের রাতে ঝরছে বৃষ্টি রাতবেরাতে
বিজলী চমকিত আলো
তোমার হাতের পরশে শিহরিত মন
দোলা দিয়ে গেলো।
এই শ্রাবণ রাতের মেঘের গর্জনে
র্মূহ র্মূহ বরিষণে
তোমার প্রকম্পিত হৃদয়ের ছোঁয়ায়
জেগে উঠি ক্ষণে ক্ষণে।
সেই জোছনা রাতের নীল নয়নে
মুগ্ধ আমি দরশণে
তোমার সেই মায়াবি আখির পানে
চেয়ে থাকি দুনয়নে।