স্বপ্নের ভুবনে
-মহাদেব দাশ
স্বপ্নের ভুবনে তুমি আমার মহানায়িকা
মনের সুপ্ত বাসনায় তুমিই বড় গায়িকা।
তোমাকে নিয়ে প্রেমের কাব্য করিব রচন
ইতিয়াসের পাতায় লেখা হবে শ্বাশ্বত বচন।
তোমাকে নিয়ে পাড়ি দেব অজানা দুরদেশ
রোমাঞ্চকর অনুভুতি, কভু না হয় যেন শেষ।
রাতজাগা অনুভুতি, ভালোবাসা সে তো চিরন্তন
একমুঠো আশা, অস্থির স্বপ্নসাধ, স্বপ্ন খোঁজে মন।
ভাবিয়া স্বপ্ন, শিহরণ জাগায় আন্দোলিত মন
রাখিব যতনে, তোমার বিহনে হবে গো মরণ।
স্বপ্ন কভু নিভৃতে ঘোরে, আপন আলয় জুড়ে
পিছু হটবো না কখনো, দিবা স্বপ্নের ভীড়ে।
দুর নীলিমায় আকাশে অজানা ঐ একফালি চাঁদ
উঁকি দিয়ে কানে কানে বলছে- সামনেই ফাঁদ।
যতই বাঁধা আসুক, পিছু হটবে না মোর মন
তোমার কোলে মাথা রেখে চলেছি স্বপ্নের ভুবন।
১২/০১/২০২৫ ইং