স্বপ্নের খোঁজে
-মহাদেব দাশ
আমি খুঁজে ফিরি বারবার
কোন এক অবেলায়
মনের অজান্তে হারিয়ে গেছো তুমি
অযতেœ অবহেলায় ।
স্বপ্নগুলো বার বার উঁকি দেয়
অশান্ত মনের জানালায়
ক্ষণে ক্ষণে খুব বেশী লোভ হয়
কাছে পেতে মন চায়।
কোন এক দুর আকাশের অজানায়
ডানা মেলে উড়তে চায়
একে একে স্বপ্নগুলো হারিয়ে যায়
কোন এক অবলীলায় ।
খুঁজতে খুঁজতে আমি আজ ক্লান্ত
সময় এখন অফুরন্ত
তবুও তোমাকে পাইনা খুঁজে
বেলা এখন পড়ন্ত।